গাইবান্ধায় র্যাব-১৩ এর অভিযানে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সারাদেশে সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন নারায়ণপুর গ্রামের বাকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুলতান মিয়ার মুদির দোকান থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম শফিউল ইসলাম সুমন (৪২)। তিনি আব্দুস সামাদের পুত্র এবং নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে জিআর মামলা নং-৭৪/১৫, দায়রা নং-৩২২৮/১৫ (চট্টগ্রাম) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(১) এর ৯(খ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি