গাইবান্ধায় নাশকতার মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) রাতের দিকে গাইবান্ধা শহরের কলেজপাড়া এলাকায় তার নিজ বাসভবনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ অভিযান সম্পন্ন হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসিফ সরকারকে হেফাজতে নেওয়া হয়। ডিবি পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে এই গ্রেফতারের খবরে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি