টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন টঙ্গী সাংবাদিক ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, গাছা প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ খান খান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম।
টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহজালাল দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া টঙ্গী সাংবাদিক ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টঙ্গী সাংবাদিক ক্লাব দীর্ঘ ১২ বছর ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা সুদৃঢ় করে আসছে। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ক্লাবের অবদান প্রশংসনীয়। তারা সাংবাদিক সমাজের পেশাগত ঐক্য বজায় রাখা এবং মানোন্নয়নে টঙ্গী সাংবাদিক ক্লাবের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে টঙ্গী ও গাজীপুরে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা আগামীতেও টঙ্গী সাংবাদিক ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি