Logo
শিরোনাম
গাইবান্ধায় নাশকতার মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি আটক গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিক গুরুত্বর আহত। বাংলাদেশ বিজিবি ও ভারতের বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে সাক্ষাৎ সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি সাকিন গ্রেফতার ভূঞাপুর থানায় এক পুলিশ সদস্যের বিদায়ী সংবর্ধনা দুর্বৃত্তদের গুলিতে বিএনপির নেতা নিহত শাহজাদপুরে নবজাতক হত্যার অভিযোগ, টয়লেটে লাশ রেখে পালিয়েছে মা ও স্বজনরা দু’টি প্রভাবশালী বংশের দীর্ঘ সময় ধরে উত্তেজনাকর সংঘর্ষে রণক্ষেত্র মাদারীপুর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত রংপুর সদরে বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গেল ছেলে এআই অপব্যবহারে বিপাকে শিল্পা শেঠি, আপত্তিকর কনটেন্ট সরাতে আদালতের নির্দেশ উল্লাপাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার আহত ১১২ বার ঠান্ডা পানিতে ডুব দিয়ে যুবকের মৃত্যু হাদির পর এবার এনসিপি’র খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলি নবীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১ হাজার ৬৫৮ দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগ নেতা সহ ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন টঙ্গী সাংবাদিক ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, গাছা প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ খান খান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম।
টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহজালাল দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া টঙ্গী সাংবাদিক ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টঙ্গী সাংবাদিক ক্লাব দীর্ঘ ১২ বছর ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা সুদৃঢ় করে আসছে। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ক্লাবের অবদান প্রশংসনীয়। তারা সাংবাদিক সমাজের পেশাগত ঐক্য বজায় রাখা এবং মানোন্নয়নে টঙ্গী সাংবাদিক ক্লাবের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে টঙ্গী ও গাজীপুরে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা আগামীতেও টঙ্গী সাংবাদিক ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com