দিনাজপুরের ফুলবাড়ীতে লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার ১২ জানুয়ারী ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী রংপুর আঞ্চলিক মহাসড়কের লাকি ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের পার্শ্বে বিদ্যুতিক খুঁটিতে লাইনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিচে থাকা সঙ্গীয় বিদ্যুৎ শ্রমিক ফুলবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আহত বিদ্যুৎ শ্রমিককে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুরে রেফার্ড করেন।
আহত ঐ বিদ্যুৎ শ্রমিকের নাম রাফিউল ইসলাম (৩৫)সে রংপুর জেলার মিঠাপুকুর থানার রুপসী গ্রামের বাসিন্দা তিনি ২০২৬ সালের জানুয়ারী মাসের ৩ তারিখে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এ গ্রেড ওয়ানে লাইনম্যান হিসেবে যোগদান করেন।
আসাদুর রহমান হাবিব (দিনাজপুর)
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি