টাঙ্গাইলের ভূঞাপুর থানায় কর্মরত পুলিশ সদস্য মোঃ সোহরাব আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) বিকালে ভূঞাপুর থানা চত্বরের ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মোঃ মঞ্জুরুল হাসান।
আলোচনায় অংশ নেয় অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আনোয়ার হোসেন, সেকেন্ড অফিসার ইমারত হোসেন প্রমুখ।
বিদায়ী আলোচনা সভায় বক্তরা জানান, সোহরাব আলী দীর্ঘ ৪১ বছর পুলিশ সদস্য হিসেবে ন্যায় ও নিষ্ঠার সাথে তার কর্মজীবন শেষ করে অবসরে যাচ্ছে। তার এই কর্মজীবনে একবারের জন্যও প্রাতিষ্ঠানিক শাস্তি পেতে হয় নাই। সোহরাব আলী তার বাকী দিনগুলো যেন ভালো থাকতে পারেন তার সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
পরিশেষে একটি সুসজ্জিত পুলিশ ভ্যানে করে এই পুলিশ সদস্য কে রাজকীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভোলার পাড়া গ্রামে পৌঁছে দেয়া হয়।
হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি