যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক স্থানীয় নেতা প্রাণ হারিয়েছেন। নিহত আলমগীর হোসেন (৫৫) যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টা ৫০ মিনিটে শংকরপুর এলাকায় সাবেক কাউন্সিলর নয়নের কার্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আলমগীর হোসেন মৃত ইন্তাজ চৌধুরীর সন্তান। তিনি যশোর কোতোয়ালি থানার আওতাধীন শংকরপুর এলাকার ইসাহাক সড়কের বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার সন্ধ্যায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছানোর পর অজ্ঞাত পরিচয়ের কয়েকজন হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শংকরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি