বাংলাদেশের রাজনীতিতে এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামীকাল বুধবার নির্বাহী আদেশে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ। তিনি জানান, বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, দাফন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হবে।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি