মাদারীপুরের একটি এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’টি প্রভাবশালী পরিবারের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনাকর সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় সরদার ও হাওলাদার বংশের লোকজন মুখোমুখি অবস্থানে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ঢাকা–বরিশাল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকায় কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এবং একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তাহীনতায় অনেক পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। যৌথ অভিযানের পর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কয়েকজন আহত হলেও কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধ থেকেই এ সহিংসতার সূত্রপাত হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি