রংপুর সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরল হক (৫০)। এ ঘটনায় তার ছেলে মাসুদুল হাসান (২৪) কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদুল হাসান দেশীয় একটি ধারালো অস্ত্র দিয়ে তার বাবার ওপর হামলা করেন। এতে নুরল হক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর মাসুদুল হাসান নিজে থেকেই রংপুর সদর কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।
রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে অভিযুক্ত যুবক মানসিকভাবে অসুস্থ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি