বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির জন্য সময়টা যেন একের পর এক সংকট নিয়ে হাজির হচ্ছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক প্রতারণার মামলা ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার খবর সামনে আসে। ঠিক সেই আবহেই এবার আরও গুরুতর এক সমস্যায় জড়ালেন তিনি।
অভিযোগ উঠেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে শিল্পার মুখাবয়ব ও কণ্ঠস্বর নকল করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাঁর নাম ব্যবহার করে অনুমোদনহীন ডিজিটাল বই প্রকাশের ঘটনাও সামনে এসেছে।
এই পরিস্থিতিতে নিজের সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার দাবিতে গত শুক্রবার মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হন অভিনেত্রী। আদালতে তাঁর পক্ষ থেকে জানানো হয়, এসব ভুয়া ও অশালীন কনটেন্টের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং নিজেকে অনিরাপদ মনে করছেন।
প্রমাণ হিসেবে জমা দেওয়া নথি ও স্ক্রিনশট খতিয়ে দেখে আদালত কড়া প্রতিক্রিয়া জানায়। বিচারপতি মন্তব্য করেন, কারও পরিচয় বা ছবি ব্যবহার করে সাইবার হয়রানি করা গুরুতর অপরাধ এবং এর কোনো বৈধতা নেই। আদালতের মতে, এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিগত সম্মান ও গোপনীয়তার চরম লঙ্ঘন।
এরপরই মুম্বাই হাইকোর্ট সংশ্লিষ্ট সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটকে অবিলম্বে শিল্পা শেঠির নামে প্রচারিত আপত্তিকর কনটেন্ট অপসারণের নির্দেশ দেয়। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি