ঝালকাঠির রাজাপুর উপজেলার পালট গ্রামে বাজি ধরে ঠান্ডা পানিতে একটানা ১১২ বার ডুব দেওয়া বাবুল মোল্লা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পালট গ্রামের বাবুল মোল্লা বড়ইয়া বাজারের কয়েকজন লোকের সঙ্গে বাজি ধরে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা পানিতে ১১২ বার ডুব দেন। ডুব দেওয়া শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাজাপুর মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, অতিরিক্ত ঠান্ডা পানিতে দীর্ঘ সময় ডুব দেওয়ার কারণে শারীরিক জটিলতা তৈরি হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার এ অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
মাসুদ সিকদার, ঝালকাঠি প্রতিনিধি
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি