সিরাজগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সহ চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার মো. মকবুল হোসেন। তিনি জানান, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার কান্দাপাড়া মহল্লার আওয়ামী লীগ নেতা মো. সজল আহমেদ বক্কার, পৌর শহরের দিয়ার পাচিল গ্রামের ফরিদ ইসলামের ছেলে মো. টুটুল শেখ, সয়াধানগড়া মহল্লার মৃত শমসের আলীর ছেলে মো. সাবান আলী এবং একই এলাকার বাচ্চুর ছেলে বাবু ওরফে লম্বা বাবু। এছাড়াও সয়দাবাদ ইউনিয়নের শাহাদাত হোসেনের ছেলে মো. আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়।
ডিউটি অফিসার মো. মকবুল হোসেন আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি