দিনাজপুরের সাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি।
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা(পিপিএম)এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন(২)এর অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর রাত ১১.৪৫ মিনিটে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
দিনাজপুর জেলা পুলিশের এক ব্রিফিংয়ে জানা গেছে সাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা (৬৫) একাধিক মামলার আসামি।
তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি কাজে তদবির বাণিজ্যসহ দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ বণ্টন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন।
এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য প্রদানসহ আন্দোলন চলাকালে সংঘটিত হামলার সাথে তার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে এবং পলাতক ফ্যাসিস্ট ও তাঁদের সহযোগীদের সাথে যোগসাজশের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিলেন মর্মে তথ্য পাওয়া গেছে।
এবং সাবেক এই জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার সদর থানায় দায়েরকৃত একটি মামলা তদন্তাধীন রয়েছে এবং অপর একটি মামলায় তাকে অভিযুক্ত করে পিবিআই দিনাজপুর কর্তৃক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আসাদুর রহমান হাবিব (দিনাজপুর)
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি