Logo
শিরোনাম
গাইবান্ধায় নাশকতার মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি আটক গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিক গুরুত্বর আহত। বাংলাদেশ বিজিবি ও ভারতের বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে সাক্ষাৎ সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি সাকিন গ্রেফতার ভূঞাপুর থানায় এক পুলিশ সদস্যের বিদায়ী সংবর্ধনা দুর্বৃত্তদের গুলিতে বিএনপির নেতা নিহত শাহজাদপুরে নবজাতক হত্যার অভিযোগ, টয়লেটে লাশ রেখে পালিয়েছে মা ও স্বজনরা দু’টি প্রভাবশালী বংশের দীর্ঘ সময় ধরে উত্তেজনাকর সংঘর্ষে রণক্ষেত্র মাদারীপুর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত রংপুর সদরে বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গেল ছেলে এআই অপব্যবহারে বিপাকে শিল্পা শেঠি, আপত্তিকর কনটেন্ট সরাতে আদালতের নির্দেশ উল্লাপাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার আহত ১১২ বার ঠান্ডা পানিতে ডুব দিয়ে যুবকের মৃত্যু হাদির পর এবার এনসিপি’র খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলি নবীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১ হাজার ৬৫৮ দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগ নেতা সহ ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১ হাজার ৬৫৮

সারাদেশজুড়ে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৫৮ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযানের সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দেশব্যাপী পরিচালিত অভিযানে মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৮৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’-এর আওতায় আরও ৭৮৩ জনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি রিভলবার, ৫টি এলজি, ২টি পিস্তল, ৫টি শটগান, একটি রাইফেল ও ২টি বন্দুক—সব মিলিয়ে মোট ১৯টি আগ্নেয়াস্ত্র। পাশাপাশি ৩০৬ রাউন্ড গুলি, ১০২ রাউন্ড কার্তুজ, ২৪টি দেশীয় অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি গ্রেনেড, একটি মর্টার শেল, ১৭ কেজি গানপাউডার, ১৬.৩ কেজি আতশবাজি, ৫৪টি গুলির খোসা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, অবৈধভাবে লুট হওয়া অস্ত্র উদ্ধারের গতি বাড়ানো এবং সন্ত্রাসী তৎপরতা দমনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ চালুর সিদ্ধান্ত নেয়। গত ১৩ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে গণমাধ্যমের সামনে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com