সারাদেশজুড়ে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৫৮ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযানের সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দেশব্যাপী পরিচালিত অভিযানে মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৮৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’-এর আওতায় আরও ৭৮৩ জনকে আটক করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি রিভলবার, ৫টি এলজি, ২টি পিস্তল, ৫টি শটগান, একটি রাইফেল ও ২টি বন্দুক—সব মিলিয়ে মোট ১৯টি আগ্নেয়াস্ত্র। পাশাপাশি ৩০৬ রাউন্ড গুলি, ১০২ রাউন্ড কার্তুজ, ২৪টি দেশীয় অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি গ্রেনেড, একটি মর্টার শেল, ১৭ কেজি গানপাউডার, ১৬.৩ কেজি আতশবাজি, ৫৪টি গুলির খোসা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, অবৈধভাবে লুট হওয়া অস্ত্র উদ্ধারের গতি বাড়ানো এবং সন্ত্রাসী তৎপরতা দমনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ চালুর সিদ্ধান্ত নেয়। গত ১৩ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে গণমাধ্যমের সামনে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি